ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে বল হাতে মুস্তাফিজ-মাশরাফিদের রাজত্ব প্রতিষ্ঠার পর ব্যাট হাতে সৌম্য-তামিম-সাব্বিরদের অসাধারণ নৈপূণ্যে স্বাগতিক আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।ম্যাচ শুরুর আগে র্যাংকিং থেকে অবনমনের ভয় মাশরাফিবাহিনীর মনে বিচরণ করলেও ৮ উইকেটের এ জয়ের ফলে এখন তা কেটে গেছে। সেইসাথে প্রথমবারের মতো র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে ওঠে আসার হাতছানি মিলছে মাশরাফি-সাকিবদের সামনে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আগামী বুধবার (২৪শে মে) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে কিউইদের বধ করতে পারলেই শ্রীলঙ্কাকে পেছনে ফেলে নিজেদের সেরা র্যাংকিংয়ে ওঠে আসবে বাংলাদেশ। বর্তমানে ৯০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে র্যাংকিংয়ের সপ্তম স্থানে রয়েছে। টাইগারদের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান শ্রীলঙ্কা ক্রিকেট দলের। আগামী ম্যাচে কিউইদের হারাতে পারলে বাংলাদেশের নামের পাশে যোগ হহবে তিন রেটিং পয়েন্ট। সেক্ষেত্রে শ্রীলঙ্কার সমান ৯৩ রেটিং পয়েন্ট হলেও ভগ্নাংশে এগিয়ে থেকে লঙ্কান সিংহদের ছাপিয়ে প্রথমবারের মতো ছয়ে ওঠে আসবে টাইগাররা। আপাত দৃষ্টিতে সহজ সমীকরণ হলেও, মাশরাফিদের জন্য যে কাজটা মোটেও সহজ হবে না তা মানছেন খোদ ক্রিকেটাররাই। তবে সবকিছুকে ছাপিয়ে নিজেদের পরবর্তী ম্যাচে জয় তুলে নিতে প্রত্যয়ী ক্রিকেটাররা।