তাইওয়ানের চারপাশজুড়ে চীনের বিমান বাহিনী তাজা গুলির মহড়া চালিয়েছে। চীন এ মহড়া চালানোর মাধ্যমে কার্যত স্বায়ত্ত্ব-শাসিত তাইওয়ান ও আমেরিকাকে সতর্ক করল। বৃহস্পতিবার চীনা বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি চীনের এইচ-৬কে বোমারু বিমান তাইওয়ানের চারপাশ দিয়ে টহল দিয়েছে। মহড়া শেষে এইচ-৬কে বোমারু বিমানের পাইলট ঝাই পেইসং বলেন, “আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার বিষয়ে আস্থাশীল। মাতৃভূমি আমাদের হৃদয়ে এবং তাইওয়ান দ্বীপ রয়েছে মাতৃভূমির হৃদয়ে।”
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলেছে, বুধবার বিকেলে চীনের বহু ধরনের বিমান মিয়াকো প্রণালী ওপর দিয়ে ওড়ে এবং পরে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়। দক্ষিণ-পূর্ব চীন সাগরে তাজা গোলাগুলির সামরিক মহড়া চালানোর একদিনেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটলো। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছে, নানা ধরনের হেলিকপ্টার ওই মহড়ায় অংশ নেয় যাদের মূল লক্ষ্য ছিল সমুদ্রে সব রকমের আবহাওয়ার মধ্যে সামরিক অভিযান চালানোর সক্ষমতা পরীক্ষা করা।
- পার্স টুডে