এবার দশম আইপিএল-এ খেলতে পারছেন না ভারতের স্টার স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। একইসঙ্গে এই টুর্নামেন্টে থাকছেন না মুরলী বিজয় ও লোকেশ রাহুলও। রাঁচি টেস্টে চোট পাওয়ার পর কোহলিও শেষ পর্যন্ত খেলেতে পারবেন কিনা সন্দেহ। তবে হার্নিয়ায় সমস্যা থাকার জন্য খেলতে পারছেন না অশ্বিন। ফলে রাইজিং পুণে সুপারজয়েন্ট শিবিরে একটা বড়সড় দুর্বলতা থেকে যাবে। পাশাপাশি অনেকটাই আকর্ষণ হারাবে এবারের আইপিএল। আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না ভারতের এই স্পিনার। গত আইপিএল-এ পুণের এই স্টার ক্রিকেটার ১৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। ঘরের মাঠে ইতিমধ্যেই তাঁর ১৩টি টেস্ট খেলা হয়ে গেছে।
গত ডিসেম্বরে ইংল্যান্ডের সঙ্গে টেস্টের পর আঘাত পান অশ্বিন। এর ফলে কর্ণাটকের বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে সেমিফাইনাল থেকেও নিজের নাম তুলে নেন। এখনও পর্যন্ত নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ১৩টি টেস্টে মোট ৭৩৮.২ ওভার বল করেছেন এই অফ স্পিনার। উইকেট পেয়েছেন ৮২টি।