ইনজুরির কারণে চায়না টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
কাঁধের বর্তমান ইনজুরির কারণে চীনে আসন্ন দুই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন বলে শুক্রবার জানিয়েছেন সেরেনা।
এক বিবৃতিতে সেরেনা বলেন, আমি অত্যন্ত হতাশ যে, ডান কাঁধের বর্তমান ইনজুরির কারণে ডংফেং মোটর উয়াহান ওপেন অথবা চায়না ওপেনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবনা।
চলতি মাসের শুরুর দিকে ইউএস ওপেন থেকে ছিটকে পড়ার পর থেকে মাঠের বাইরে আছেন সেরেনা। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নেন এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবারের কাছে বিশ্বের শীর্ষ স্থান পদটি হারান সেরেনা।
Loading...
advertisement