জানা ছিল যে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর অবধি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা আট দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর বুধবার, ৩০ সেপ্টেম্বর এসে এই মর্যাদার লড়াইয়ের লাইন আপ ঘোষণা করে দিলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আর সেই লাইন আপে সুখবর আছে বাংলাদেশের জন্য। সর্বশেষ ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ালিফাইং রাউন্ড খেলার সুযোগ হয়েছিল দলটির। এরপর আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এই আসরে খেলার সুযোগ দেয়া হচ্ছে তাদের। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আইসিসি এই তথ্য প্রকাশ করেছে।
৯৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন র্যাংকিংয়ের সাতে অবস্থান করছে। আট নম্বরে আছে পাকিস্তান। নয় নম্বরে থাকায় এবার এই টুর্নামেন্টে দেখা যাবে না ২০০৪ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। জানিয়ে রাখা ভাল, আগামী বছরে জুনের প্রথম দিন থেকে শুরু করে আঠারো তারিখ অবধি চলবে এই টুর্নামেন্ট।
সূত্র: আইসিসি