আগের দু’টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে দু’টিতেই দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের মাটিতে বিরুদ্ধ কন্ডিশনে খেলা হলেও বাংলাদেশ তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপারে আশাবাদী।
তবে, আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিতলেও র্যাংকিংয়ের ছয়ে ওঠা হবে না বাংলাদেশের। থেকে যাবে এক পয়েন্টের আক্ষেপ।
তবে, র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার কঠিন একটা রাস্তা খোলা আছে বাংলাদেশের। সেটা হল, নিউজিল্যান্ডে বিপক্ষে ৩-০ বিপক্ষে জেতার পাশাপাশি শ্রীলঙ্কাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫-০ ব্যবধানে হারতে হবে।
আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ সাত নম্বরে আছে। রেটিং পয়েন্ট ৯৫। ৩-০ ব্যবধানে বাংলাদেশ জিতলে রেটিং পয়েন্ট হবে ১০০। আর ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ১০১। ফলে, এক রেটিং পয়েন্টের আক্ষেপ বাংলাদেশের থাকছেই।
এরপর শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের সিরিজ আছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেখানে পাঁচটি ম্যাচেই শ্রীলঙ্কা হেরে গেলে রেটিং পয়েন্টে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে যাবে বাংলাদেশ। তখন, সামান্য ব্যবধানে র্যাংকিংয়ের ছয়ে উঠতে পারবেন মাশরাফি মুশফিকরা।