অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। এছাড়া এফটিপি’র সূচী অনুযায়ী বাংলাদেশ,ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ রয়েছে আফগানদের। আজ এ খবর নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহি শফিক স্ট্যানিকজাই। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সফরকারী হিসেবে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলবো আমরা। এছাড়া অস্ট্রেলিয়াকে শারজাহ’তে আতিথেয়তাও দিবে আফগানিস্তান। এখনো সূচী চূড়ান্ত হয়নি। খুব শীঘ্রই তা চূড়ান্ত হবে। আফগানিস্তানের হোম ভেন্যু হবে শারজাহ। গেল সপ্তাহে কলকাতায় আইসিসির মিটিং-এর সিদ্বান্ত অনুযায়ী এফটিপি সাইকেলে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৪ থেকে ১৮টি টেস্ট খেলবে আফগানিস্তান। এমন খবরও নিশ্চিত করেছেন স্ট্যানিকজাই, ‘নতুন এফটিপি সাইকেলে আমরা ১৪-১৮টি টেস্ট খেলব। আমরা অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশ-ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলব।
সিরিজগুলো টেস্ট চ্যাম্পিয়ন শিপের হিসেবে হবে না। হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে দ্বিপাক্ষিক সিরিজ হবে।’ চলতি বছরই টেস্ট অভিষেক হতে যাচ্ছে আফগানিস্তানের। আগামী ১৪ জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের ক্রিকেটে ইতিহাসে প্রথম টেস্ট খেলতে নামবে আফগানরা।