এইমাত্র পাওয়া

  • কাপ জিতেই ছাড়ব, জন্মদিনে শপথ মেসির
  • প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জুলাইয়ে, থাকছে ৬০% নারী কোটা
  • ঝালকাঠিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা’র দোয়া ও ইফতার অনুষ্ঠান
  • ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার
  • দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবৃষ্টি হতে পারে
  • ফাঁটা পায়ের যত্নে কিছু পরামর্শ !!
  • ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবে?
  • ওজন কমাবে কালো জিরা
  • হলুদ দাঁতের সমস্যা সমাধান করুন নিমিষেই
  • কিশিমিশের পানি খেলে যে উপকার পাবেন
Updated

খবর লাইভ

বিশ্বের অবাক করা সব বিয়ের রীতি

30 December 2016 11:12:00 PM 17405033 ভোট:5/5 2 Comments
Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
বিশ্বের অবাক করা সব বিয়ের রীতি

বিয়ে মানুষ মাত্রই বেশ ধুমধামের সাথে করতে চায়। কে না চায় নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটিকে অসাধারন ভাবে কাটাতে? আরো একটু অন্যরকমভাবে? আর সেই চাওয়া থেকেই বিয়ে নিয়ে কয়েক বছর আগেই পরিকল্পনা শুরু করে দেয় তারা। সাথে মেশায় রীতি রেওয়াজের মশলা। ভাবছেন সত্যিই তো! বিয়ের সবকিছু তো একটু চমকানো ধাঁচের হবেই। আর তার সাথে থাকবে নানারকম রীতি! হয়তো তাই। কিন্তু এমন কিছু বিয়ে রয়েছে যেগুলোর কথা শুনলে আপনারও চোখ কপালে উঠে যাবে। মনে হবে এমনটাও হয়? আসুন জেনে নিই অআক করে দেওয়া অন্যরকম এই বিয়ের রীতিগুলোর কথা।

১. অপহরণ করা

রোমানিয়ানদের রীতি অনুসারে কোন পুরুষ যদি কোন নারীকে অপহরণ করে কমপক্ষে ২ থেকে ৩ দিন আটকে রাখতে পারে তাহলেই তাকে নারীটির স্বামী হিসেবে মেনে নেওয়া হবে। তখন কি ভেবে এই রীতি চালু হয়েছিল সেটা নিয়ে অনেক কথা-বার্তা থাকলেও অবাক করা ব্যাপার হচ্ছে এখনো অব্দি এই রীতিকে মেনে নিয়ে সুন্দরী কোন এক নারীকে অপহরণ করে ফেলে তার স্বামী হয়ে যান কদাকার অনেক পুরুষই!

২. পশুর সাথে বিয়ে

ভারতের কিছু স্থানের এক অদ্ভুত বিয়ের রীতি রয়েছে। আর সেটি হল কোন মেয়ের যদি দাঁত মাড়ির ওপরের দিকে ওঠে তাহলে বুঝতে হবে যে সে খুব দ্রুতই মারা যাবে। কারণ ভূতেরা তাকে পছন্দ করেনা। আর তাই ভূতেদের কবল থেকে রক্ষা পেতেই তখন কুকুরকে বিয়ে করতে হয় তাদের। তবে সেটা খুব অল্প সময়ের জন্যেই। মূলত, নিজে��� ভাগ্যকে পরিবর্তন করতেই এমনটা করে তারা। পরে সব ঠিকঠাক হয়ে গেলে আবার একজন পুরুষকেই বিয়ে করে নারীটি।

৩. ময়লা ফেলা

স্কটিশ পুরুষেরা বিয়ের আগে এই রীতি অনুসরণ করে যত ধরনের ময়লা পাওয়া যায়, যেমন- কয়লা, কেরোসিন, আলকাতরা, পচা দুধ সবকিছু নিয়ে ফেলতে শুরু করে হবু বউ এর মাথার ওপর। পুরোপুরি কিম্ভূতকিমাকারবানিয়ে দেয় তাকে। মনে করা হয় এতে করে হবু বউ এর মেজাজ সম্পর্কে একটা আন্দাজ হয়ে যায় বরদের।

৪. মোটা হওয়া

আফ্রিকার মৌরিতানিয়ায় মেয়েদেরকে ফ্যাট ফার্ম বা মোটা হওয়ার খামারে পাঠানোর রীতি ছিল। যাতে করে মেয়েরা দ্রুত বেড়ে ওঠে, মোটা হয় এবং বিয়ে করতে পারে। পরবর্তীতে অবশ্য সামরিক শাসন শুরু হলে ব্যাপারটি বন্ধ হয়ে যায়। সত্যিই তো! যেকোন পরিস্থিতিতে দৌড়ে পালানোটা মোটা মানুষদের পক্ষে অনেক বেশি কষ্টকর!

৫. বাথরুমে না

মালয়েশিয়ায় একসময় প্রচলিত এই রীতি অনুসারে বিয়ের দিনটিকে সবচাইতে বাজে দিন করে তোলা হতো বর-কনের সাথে। কী করে? আর কি করে! কম পানি আর কম খাবার খেয়ে মোট ৭২ ঘন্টা থাকতে হত তাদেরকে একটা বদ্ধ ঘরে। তার কোন রকম বাথরুম না করে! না ছোট, না বড়- কোন রকমের নিঃষ্কাশন যাতে না করতে পারে বর-কনের সেদিকে কড়া নজর রাখতো পরিবারের লোকেরা। বিশ্বাস করা হত, তিনদিন এভাবে কাটাতে পারলেই বাকী জীবন একসাথে কাটাতে পারবে নববিবাহিতরা!

Loading...
advertisement
সর্বশেষ সংবাদ
এ বিভাগের সর্বশেষ