পেস্ট্রি কেক সবারই পছন্দ, বড় কিংবা ছোট কেক হলেই আর কথা নেই... আজ আপনাদের জন্য নিয়ে এলাম পেস্ট্রি কেক বানানোর রেসিপি। খুব সহজেই বাসায় বানাতে পারবেন দোকানের মতন ক্রিমি, পেস্ট্রি কেক। আসুন দেখে নেই ক্রিম কেক বানাতে কি কি লাগছে।
পেস্ট্রি কেক বানাতে যা যা লাগবে
কেক তৈরি করার প্রনালী
একটি বাটিতে ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং পাউডার ও লবণ মিশিয়ে রাখুন। আরেকটি পাত্রে ডিম, দুধ, চকলেট ও তেল মিশিয়ে নিন। এবার ময়দার মিশ্রণ দিয়ে দিন। ভালো করে মিশিয়ে গরম কফি ঢেলে মেশান। এবার কেকের পাত্রে ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিট বেইক করুন। হয়ে গেলে ঠাণ্ডা করে তিন ভাগ করে কেটে রাখুন।
কেক এর ক্রিম তৈরি করতে যা যা লাগছে
- মাখন ১০০ গ্রাম।
- আইসিং সুগার ১ কাপ।
- খুব ঠাণ্ডা তরল দুধ ১/৩ কাপ।
- কফি পাউডার আধা চা-চামচ।
- গলানো চকলেট ২ চা-চামচ।
ক্রিম তৈরি করবে যেভাবে
মাখন একটু বিট করে নিন। এবার মাখনের সঙ্গে অল্প অল্প করে আইসিং সুগার ও দুধ মিশিয়ে ভালোভাবে বিট করে নিন। চকলেট ক্রিমের জন্য কিছু ক্রিমের সঙ্গে কফি আর চকলেট মিশিয়ে নিন। ফ্রিজে রাখুন এক ঘণ্টা।
পেস্ট্রি তৈরি
প্রথমে এক ভাগ কেক নিয়ে চকলেট ক্রিম দিন। কিছু গলানো চকলেট দিন। আরেক ভাগ কেক রেখে সাদা ক্রিম দিন। এবার শেষ ভাগ কেক রেখে সাদা ক্রিম দিয়ে সাজিয়ে উপরে গলানো চকলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার চকলেট পেস্ট্রি।