দেশে নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বাস্তবে তাঁর দেখানো পথেই হাঁটছে বিভিন্ন দেশগুলি। ভেনেজুয়েলার পর এবার পাকিস্তান। প্রতিবেশী দেশও এবার নোট বাতিলের পথে। কালো টাকার রমরমা রুখতেই পাক সেনেটে ৫০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবটি করেন পাকিস্তান মুসলিম লিগের উসমান সইফ উল্লাহ খান। একাধিকবার বড় অর্থমূল্যের জালনোট ধরা পড়েছে পাকিস্তানে। দেশের অর্থনীতিতে যে কালো টাকা জাঁকিয়ে বসেছে এ ব্যাপারে একমত দেশের নীতি নির্ধারকরা।
আর তাই এই প্রস্তাবে সমর্থন মিলেছে সংখ্যাগরিষ্ঠের। কালো টাকার কারবার রুখে এই সিদ্ধান্ত যে দেশের অর্থনীতি ও ব্যাঙ্কিং পরিষেবাকে চাঙ্গা করবে এমনটাই মত সকলের। সেইমতো নোট বাতিলের প্রস্তাব গৃহীত হয়েছে। তবে তার ফলে যে সংকটে পড়বেন সাধারণ মানুষ, তার মোকাবিলা কীভাবে করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।