এটিএম মেশিন তৈরি প্রস্তুতকারক সংস্থা এনসিআর কর্পোরশন বাজারে আনছে এক নতুন প্রযুক্তি যা দিয়ে , একটি এটিএম মেশিনই পূরণ করে দেবে আপনার যাবতীয় ব্যাংকের কাজ। শুধু তাই নয়, ব্যাংকে না গিয়েও তোলা হাতে আসবে এটিএম কার্ড। এই মেশিনগুলিই আগামী দিনে ব্যাংকের কাজ করবে। এই ধরনের এটিএম মেশিনের দাম ৩০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা। তবে মেশিনের কার্যকারিতার ওপর নির্ভর করছে এর দাম। এই প্রর্যায়ে তিন ধরনের এটিএম মেশিন রয়েছে। সেগুলি হল SS32, SS22,SS83। এই মেশিনগুলি এটিএম -এর মতোই কাজ করবে। তবে তাছাড়াও কিছু বাড়তি কাজও করবে, যা ব্যাঙ্ক করে থাকে।
এই মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল , এর দ্বারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায়। এছাড়াও চেক ক্লিয়ার করতেও প্রয়োজন হবে এই মেশিনের। এছাড়াও থাকছে ইন্টারঅ্যাক্টিভ টেলার প্রযুক্তি। যার দ্বারা তৎক্ষণাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বিল পেমেন্ট, ডেবিট কার্ড সংক্রান্ত কাজ ইত্যাদি কার যাবে।