ভিয়েতনাম থেকে আমদানী করা ২০ হাজার টন চালের প্রথম চালানটি চট্টগ্রাম বর্হিনোঙরে এসে পৌঁছেছে। আজ সকাল ১১টায় চালানটি এসে পৌঁছায় বলে খাদ্য অধিদপ্তর নিশ্চিত করেছে। সূত্র জানায়, দুপুর ২টায় খাদ্য বিভাগের কর্মকর্তারা চালের ল্যাব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। এর পর জাহাজ থেকে চাল খালাস করা হবে বলে জানানো হয়। সংশ্লিষ্ট শিপিং এজেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসান নিশ্চিত করেন যে, এম ভি ভিসাই ভিসিটি ০৫ নামের জাহাজটি ২০ হাজার টন চাল নিয়ে সকাল ১১ টা ১০ মিনিটে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে এসে পৌঁছেছে। চট্টগ্রাম খাদ্য অধিদপ্তরের নিয়ন্ত্রক জহিরুল ইসলাম বলেন, আশা করা হচ্ছে ভিয়েতনাম থেকে চাল আমদানীর দ্বিতীয় চালানটি আগামী ১৮ জুলাই এবং তৃতীয় চালানটি ২২ জুলাই এসে পৌঁছবে। হাওরাঞ্চলে বন্যার কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয় বাজারে চালের ঘাটতি মোকাবেলায় সরকার থেকে সরকার (জি টু জি) চুক্তির মাধ্যমে সরকার ভিয়েতনাম থেকে ২ লাখ ৫০ হাজার টন চাল আমদানী করার সিদ্ধান্ত গ্রহণ করে বলে জহিরুল জানন।