এইমাত্র পাওয়া

  • কাপ জিতেই ছাড়ব, জন্মদিনে শপথ মেসির
  • প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জুলাইয়ে, থাকছে ৬০% নারী কোটা
  • ঝালকাঠিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা’র দোয়া ও ইফতার অনুষ্ঠান
  • ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার
  • দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবৃষ্টি হতে পারে
  • ফাঁটা পায়ের যত্নে কিছু পরামর্শ !!
  • ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবে?
  • ওজন কমাবে কালো জিরা
  • হলুদ দাঁতের সমস্যা সমাধান করুন নিমিষেই
  • কিশিমিশের পানি খেলে যে উপকার পাবেন
Updated

খবর লাইভ

নিয়ে নিন লিপস্টিক নিয়ে চমৎকার কিছু টিপস

28 October 2016 05:10:25 AM 173520904 ভোট:5/5 1 Comments
Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
নিয়ে নিন লিপস্টিক নিয়ে চমৎকার কিছু টিপস
এই আধুনিক সময়ে ঠোঁটে লিপস্টিক লাগাননি এমন নারী খুঁজে পাওয়া যাবে না। প্রাচীনকাল থেকে আজ  অবধি মেয়েরা মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ঠোঁট রাঙিয়ে আসছে। প্রাচীনকালে এজন্য বিভিন্ন রঞ্জক পদার্থ ব্যবহার করলেও আধুনিক সময়ে নারীদের ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধির জন্য রয়েছে লিপস্টিক।
 
ঠোঁটে লিপস্টিক লাগানোর কিছু নিয়ম রয়েছে। যেমন লিপস্টিক লাগানোর আগে প্রথমে লিপব্রাশ দিয়ে ঠোঁটের মরা কোষ তুলে ফেলতে হবে।
 
যাদের ঠোটঁ তৈলাক্ত তারা লিপস্টিক লাগানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ঠোঁটকে অনেক বেশি নান্দনিক করে তোলা যায়। তৈলাক্ত ঠোঁটে একবার লিপস্টিক লাগানোর পর পাউডার লাগিয়ে তারপর আরেকবার তা লাগাতে হয়।এতে লিপস্টিকের স্থায়ীত্বও বাড়বে।
 
শুষ্ক বা সাধারণ ঠোঁটের ক্ষেত্রে প্রথমে ভ্যাসলিন লাগিয়ে কিছু সময় রেখে,টিস্যু দিয়ে মুছে ফেলতে হবে। এরপর লিপস্টিক লাগালে ঠোঁটের সৌন্দর্য ফুটে উঠবে।
 
রঙ নির্বাচনের ক্ষেত্রে বয়স ও স্থানকে প্রাধান্য দেয়া উচিৎ। কর্মক্ষেত্রে হালকা রঙের লিপস্টিক দেয়া ভালো। পার্টিতে গাঢ় রঙের লিপস্টিক সাঁজের জমকালো ভাব এনে দেয়। পোশাকের রঙের সাথে মিলিয়ে লিপস্টিকের রঙ নির্বাচন করেন অনেকে। যাদের গায়ের রঙ চাপা তারা গাঢ় রঙের লিপস্টিক নির্বাচন করতে পারেন।
 
মার্কেটে নানা রঙের লিপস্টিক পাওয়া যায়। বর্তমানে গাঢ় রঙের যেমন লাল, কমলা, বেগুনীসহ নানা রঙের ময়েশ্চারযুক্ত লিপস্টিকের ব্যবহার দেখা যায় বেশি। তবে লাল রঙের লিপস্টিকের জয়জয়কার সবসময়ই।
 
মার্কেট ও ব্রান্ডভেদে লিপিস্টিকের দামের ভিন্নতা রয়েছে। জর্ডানা- ১৮০ টাকা, নিওর- ২৯০ টাকা, লরিয়েল-৩৮০ টাকা, ম্যাক-১৩৫০ টাকা, ক্লিনিক ১৭০০ টাকায় কিনতে পারবেন আপনার পছন্দের লিপস্টিক।
বসুন্ধরা শপিং মলের ওয়ার্ল্ড ফেমাস কালেকশানের মো.রমজান আলী জানান, বর্তমানে লাল ও কমলা রঙের লিপস্টিক বেশি বিক্রি হচ্ছে।
 
মনে রাখতে হবে, লিপস্টিক ওঠানোর সময় ভেজা নরম সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে ফেলতে হবে।
 
লিপস্টিকের রঙ যাই হোক ঠোটেঁ লাগাতে হবে সতর্কতার সঙ্গে, তাহলে মুখের সৌন্দর্য ফুটে উঠবে।
Loading...
advertisement
সর্বশেষ সংবাদ
এ বিভাগের সর্বশেষ