বাধ্যতমূলকভাবে বিয়ে নথিভূক্ত করতে আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। বহুবিবাহ রুখতে দেশজুড়ে বিয়ের রেজিস্টার আবশ্যিক করার ভাবনাচিন্তা করছে আইন কমিশন। আগামিকাল এব্যাপারে রিপোর্ট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শীঘ্রই আইন করতে নয়া বিল আসতে চলেছে বলে সূত্রের খবর। উত্তর প্রদেশে সংখ্যালঘুদের বিয়ে নথিভূক্ত করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। ফলে কেন্দ্রের নয়া আইন নিয়ে জল্পনা শুরু হয়েছে। বহুবিবাহ রোধে আইন কমিশনের পাশে দাঁড়াতে চলেছে রাজ্য সরকার। ইউপিএ জমানায় Registration of Births and Deaths Act, ১৯৬৯ আইনের সংশোধনী চেয়ে বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে বিল আনা হয়েছিল রাজ্যসভায়।
রাজ্যসভায় বিলটি পাশ হলে লোকসভায় তা পাশ করানো সম্ভব হয়নি। দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি সমর্থন করে বিজেপি। এটাই তাদের অবস্থান। এটা সেই লক্ষ্যেই আরও একধাপ এগিয়ে যাওয়া। ২০১৪ সালে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, ধর্ম নির্বিশেষে বিবাহ নথিভূক্তকরণ বাধ্যতামূলক কর হবে। সূত্রের খবর, আইনের খসড়ায় নির্দিষ্ট কোনও সম্প্রদায়ের কথা বলা হয়নি। জাতিধর্ম নির্বিশেষে নথিভূক্তকরণের কথাই বলা হয়েছে। ২০০৬ সালে সুপ্রিম কোর্ট এমন আইনের ব্যাপারে বিষয়ে নির্দেশ দিয়েছিল। এর ফলে বহুবিবাহ ঠেকানো যাবে বলে মত বিশেষজ্ঞদের।