তুরস্কের পূর্বাঞ্চলীয় নগরী ভানে বৃহস্পতিবার গাড়ি বোমা হামলায় ৩ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছে। দেশটির নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, ভান নগরীর মধ্যাঞ্চলীয় ইপেকিয়োলু এলাকায় পুলিশের সদরদপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
ভান সরকারের কর্মকর্তা মেহমেত পার্লাকের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রচালিত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই ঘটনার জন্য ‘আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীকে’ দায়ী করা হচ্ছে।
তুরস্ক সরকার পিকেকে-কে এই নামে অভিহিত করে।
Loading...
advertisement