অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার ওয়াঙ্গারেটার (Wangaratta) মানুষজন এক নতুন আতঙ্কে দিন কাটাচ্ছেন। না কোন প্রানি নয়, গাস আতঙ্ক! হা ঠিকই ধরেছেন। ঘাস আতঙ্কে দিন কাটাচ্ছেন এই এলাকার মানুষ। ঘটনা হলো গ্রীষ্মের কারনে এখানে এক ধরনের গাসের অস্বাভাবিক বৃদ্ধি চিন্তায় ফেলেছে সবাইকে। দ্রুত বর্ধনশীল এ ঘাস এক রাতেই বাড়ছে প্রচুর পরিমানে। যেদিন কাটা হচ্ছে তার পরদিনই ঠিক তত বড় হয়ে যাচ্ছে। প্রবেশ করা যাচ্ছে না ঘরবাড়িতে। ঘর বাড়িতে প্রবেশ করার জন্য ঘাস কাটার যন্ত্রের ব্যবহার করতে হচ্ছে। আর এই ঘাসের দ্রুত বৃদ্ধি নিয়েই এলাকার মানুষ বেশ আতঙ্কে দিন কাটাচ্ছে। নিচের ভিডিওতে দেখুন এই ঘটনার সচিত্র প্রতিবেদন।
আপডেট ২০ ফেব্রুয়ারিy ২০১৬ ১১:০২:০৫ পিএম
Loading...
advertisement