চিনে তৈরি জিনিস মানেই গ্রাহকের অসন্তোষ। চলল তো ভালো। একবার বিগড়ে গেলেই হয়ে গেল। সোজা ডাস্টবিনে। এহেন চিনে তৈরি একটি মোবাইল ফোনই আটকে দিল নাইন এমএম পিস্তলের বুলেট। শুনতে অবাক লাগলেও এরকমটাই হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।
গত মাসে কেপ টাউনের এক ব্যবসায়ীকে ঘিরে ধরে মাফিয়ারা। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয় নাইন এমএম পিস্তল থেকে। কাকতালীয়ভাবে ওই গুলি ওই ব্যবসায়ীর বুক থেকে ছিটকে আসে। বেঁচে যান ওই ব্যবসায়ী। খবরটি প্রকাশিত হয়েছে Shanghaiist.com-এ।
ওই ব্যবসায়ীর জ্যাকেটের পকেটে ছিল চিনে তৈরি Huawei P8 Lite ফোন। সেই ফোনেই গুলি লেগে ছিটকে বেরিয়ে যায়। চিনের নিউজ এজেন্সি জিনহুয়া জানিয়েছে, কাকতালীয় ভাবে হতে পারে কিন্তু বুলেট ছিটকে এসেছে মোবাইলে লেগেই।
আশ্চর্যের বিষয় হল Huawei P8 Lite মডেলের বডিটি কোনও ধাতুর তৈরি নয়। সেটি তৈরি প্লাস্টিকের। তাতেই কামাল। ওই হামলার পর ওই ব্যবসায়ীকে কেম্পানির পক্ষ থেকে একটি নতুন Huawei P9 Plus Lite ফোন দেওয়া হয়েছে।