ছিলেন ক্যুরিয়ার সংস্থার কোঅর্ডিনেটর। ভারতীয় মুদ্রায় বেতন লাখ খানেক টাকার কিছু বেশি। কিন্তু আবু ধাবির মতো ব্যায়বহুল দেশে তাতে সংসার চলে যায় এই টুকুই। রাতারাতি বদলে গেল শ্রীরাজ কৃষ্ণনের। ফোনে জানানো হল ১২ কোটির বেশি টাকার লটারি জিতেছেন তিনি।
১২ কোটি টাকার লটারির জিতেছেন বলে ফোনে কেউ জানালে অনেকেই মনে করতে পারেন হ্যাকারদের কাণ্ড। কিন্তু কখনো এমন ঘটনা বাস্তবেও ঘটে। আবুধাবি প্রবাসী কৃষ্ণন বিগ টিকিট নামে একটি লটারি কেটেছিলেন। ফোনে তাঁকে জানানো হয়, ৭০ লক্ষ দিরহাম (ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৭১,৭০,০০০ টাকা) মূল্যের জ্যাকপট পুরস্কার জিতেছেন তিনি। খবর পেয়ে প্রথমে কিছুক্ষণ বোবা হয়ে গিয়েছিলেন কৃষ্ণন।
কেরলের বাসিন্দা এই প্রবাসী জানিয়েছেন, এই টাকা দিয়ে ফ্ল্যাটের ঋণ শোধ করব।
Loading...
advertisement