আমরা চলার পথে অনেক সময় বিভিন্ন বিপদে পড়ে থাকি। বিপদে পড়লে আমাদের মহান আল্লাহ তা’য়ালা রক্ষা করেন। তবে বিপদে পড়লে মহানবী হযরত মুহাম্মদ (সা) আমাদের ছোট্ট এই দোয়াটি পড়তে বলেছেন। আরবি দোয়া «إِنَّا لِلَّهِ – وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرَاً مِنْهَا».
বাংলা উচ্চারণ
ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লা-হুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খাইরাম মিনহা।
বাংলা অর্থ
আমরা তো আল্লাহ্রই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন।”[ মুসলিম ২/৬৩২, নং ৯১৮।]
Loading...
advertisement