ম্যানচেস্টারে মার্কিন পপ তারকা অ্যরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯জন। আহতের সংখ্যা ৫০। ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগ রয়েছে বলে মনে করছে ব্রিটেন প্রশাসন। সুরক্ষিত রয়েছেন মার্কিন গায়ক গায়িকারা। জানা যায়, ব্রিটেনের স্থানীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটেছে। কনসার্ট যখন শেষের দিকে , তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে কনসার্ট চত্বর। অনুষ্ঠানে গান ও উল্লাসের আওয়াজের জায়গায় ভেসে ওঠে আর্তনাদ আর অ্যাম্বুলেন্সের আওয়াজ। প্রত্যক্ষ্যদর্শীদের বয়ান অনুযায়ী প্রচণ্ড শব্দ করে বিস্ফোরণটি ঘটে। মনে করা হচ্ছে কোনও আত্মঘাতী বিস্ফোরক রয়েছে এর নেপথ্যে। ঘটনার কড়া নিন্দায় মুখর হন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।
Loading...
advertisement