অনেক সময়ই বে-খেয়ালে আমাদের হাড়ি-পাতিল পুড়ে যায়...গতরাতে আমার পাতিলও পুড়ে গেসিলো কিন্তু এর খুবই সহজ এবং কার্যকরী সমাধান আছে আমরা সবাই জানি টিভিতে এড এর মধ্যে যত সহজে পোড়া দাগ উঠাতে দেখা বাস্তব তার সম্পূর্ন উল্টো...
এইবার মূল কথায় আসি হাফ কাপের মতো পানিতে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে চুলায় ফুটতে দিন....ভালোভাবে নেড়ে দিন চামচ দিয়ে চুলায় বসানো অবস্থায় পোড়া উঠিয়ে নিন যতটা সম্ভব কারন তখন পোড়া নরম হয়ে যায়... ব্যাস নামিয়ে ষ্টিলের গুনার মাজুনি দিয়ে ভালো করে মেজে নিন....একদম আগের মতো পরিষ্কার হয়ে যাবে আর যদি মাজতে না চান তাহলে আবার এক চা চামচ বেকিং পাউডার দিয়ে চুলায় বসান দাগ এমনিই উঠে যাবে।
/ মারিয়ুম ইসলামের ওয়াল থেকে
আপডেট 07 March 2017 02:03:13 AM
Loading...
advertisement