ক্রিকেটের নতুন নতুন বিভিন্ন নিয়ম তৈরি করে অান্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে এতদিন নতুন নিয়মের পক্ষে থাকলেও এবার ঠিক তার উল্টো হচ্ছে। টেস্ট ক্রিকেটে দ্বি-স্তর বিশিষ্ট করার জন্য আইসিসির নতুন আইনের বিরোধীতা করছে বেশীরভাগ ক্রিকেট বোর্ড।
তবে এই আইনের বিপক্ষে সর্বপ্রথম বিরোধীতা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর বিভিন্ন ক্রিকেট পরাশক্তিধর দেশগুলো এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
দ্বি-স্তর টেস্ট কাঠামোর বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে থাকার কথা আগেই ব্যক্ত করেছিল বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ফর ভারত (বিসিসিআই)। এবার এ যাত্রায় যোগ হচ্ছে আরো চারটি ক্রিকেট বোর্ড। চলতি মাসের ৬ তারিখ দুবাইতে অনুষ্ঠিতব্য আইসিসির বোর্ড সভায় বিসিবি ও বিসিসিআইয়ের সাথে দ্বি-স্তর টেস্ট কাঠামোর বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরবে বোর্ডগুলো বলে জানা গেছে।
ভারতীয় মিডিয়ার সর্বশেষ খবর অনুযায়ী আসন্ন সভায়, দ্বি-স্তর টেস্ট কাঠামোর পক্ষে নিজেদের সমর্থন জানাবে চার ক্রিকেট পরাশক্তির বোর্ডগুলো। এ তালিকায় থাকছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, ক্রিকেট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড।
বিপরীতদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ফর ভারত (বিসিসিআই), ক্রিকেট বোর্ড অব শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড অবস্থান নিবে দ্বি-স্তর টেস্ট কাঠামোর বিপক্ষে বলেও জানা গেছে।
টেস্ট ক্রিকেটের হারানো গৌরবকে ফিরিয়ে আনতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দ্বি-স্তর টেস্ট কাঠামোর প্রস্তাবের বিপক্ষে সর্বপ্রথম বিসিবি অবস্থান নিলেও এখন এ কাঠামোর বিপক্ষে অনেকেই নিজেদের মত প্রকাশ করছে।
উল্লখ্য, এ পদ্ধতি শুরু হলে র্যাংকিং এর শীর্ষ সাত দল প্রথম স্তরে এবং বাকি তিন দলকে দ্বিতীয় স্তরে নেমে গিয়ে টেস্ট ম্যাচ খেলতে হবে