এইমাত্র পাওয়া

  • কাপ জিতেই ছাড়ব, জন্মদিনে শপথ মেসির
  • প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জুলাইয়ে, থাকছে ৬০% নারী কোটা
  • ঝালকাঠিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা’র দোয়া ও ইফতার অনুষ্ঠান
  • ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার
  • দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবৃষ্টি হতে পারে
  • ফাঁটা পায়ের যত্নে কিছু পরামর্শ !!
  • ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবে?
  • ওজন কমাবে কালো জিরা
  • হলুদ দাঁতের সমস্যা সমাধান করুন নিমিষেই
  • কিশিমিশের পানি খেলে যে উপকার পাবেন
Updated

খবর লাইভ

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

13 June 2017 08:06:01 AM 167418686 ভোট:5/5 1 Comments
Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

একেই বোধহয় বলে ক্যাপ্টেনস ইনিংস। প্রায় একার হাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেটে জিতিয়ে পাকিস্তানকে সেমিফাইনালে তুললেন অধিনায়ক সরফরাজ আহমেদ। অপরাজিত থাকলেন ৬১ রানে। ফলে শ্রীলঙ্কার ২৩৬ রানের জবাবে ৫.১ ওভার বাকী থাকতেই জয় পেল পাকিস্তান।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ব্যাট করতে নেমে ধনুষ্কা গুনতিলকের উইকেট হারায় শ্রীলঙ্কা। মাত্র ১৩ রান করে আউট হন তিনি। এরপরে দ্বিতীয় উইকেটে কিছুটা খেলা ধরেন নিরসন ডিকওয়েলা ও কুশল মেন্ডিস। তবে মেন্ডিস (২৭ রান) বেশিক্ষণ টেঁকেননি। এরপরে দীনেশ চান্দিমলও শূন্য করে ফেরেন।

তবে চতুর্থ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে নিয়ে ফের দলকে টানতে থাকেন ডিকওয়েলা। তবে ম্যাথিউজ ভালো শুরু করেও ৩৯ রানে আউট হন। তারপর হঠাত শ্রীলঙ্কা ব্যাটিংয়ে ধস নামে। একসময়ে ১৬৭ রানে ৭ উইকেট পড়ে যায় লঙ্কাবাহিনীর। ডিকওয়েলাও ৭৩ রান করে আউট হয়ে ফেরেন।
একসময়ে যখন মনে হচ্ছিল শ্রীলঙ্কা দুশো রানের গণ্ডীও পেরোবে না, তখন আসেলা গুনরত্নে ও সুরঙ্গা লাকমলের ব্যাট দলকে টেনে তোলে। গুনরত্নে ২৭ রান ও লাকমল ২৬ রান করেন। সবমিলিয়ে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে ২৩৬ রানে ১০ উইকেট হারিয়ে ইনিংসে ইতি টানে।
পাকিস্তানের হয়ে জুনেইদ খান ও হাসান আলি ৩টি করে উইকেট নেন। এছাড়া মহম্মদ আমির ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। প্রথম উইকেটে আজহার আলি ও ফকর জামান অনবদ্য খেলেন। আজহার ৩৪ ও ফকর ৫০ রান করে আউট হন। সেইসময়ে ওভারে ৬ রানের বেশি গড়ে তুলতে থাকে পাকিস্তান।
তবে বোর্ডে ৯০ রান ওঠার পরই যেন পাকিস্তান ব্যাটিংয়ে ধস নামে। ফকর জামানের পর বাবর আজম (১০ রান), মহম্মদ হাফিজ (১ রান) পরপর আউট হন।
অভিজ্ঞ শোয়েব মালিক ও অধিনায়ক সরফরাজ আহমেদ খেলা ধরার চেষ্টা করলেও লাসিথ মালিঙ্গার বলে মালিক মাত্র ১১ রান করে কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। অন্যদিক থেকে পরপর উইকেট পড়তে শুরু করে।
ক্রিজে দাঁড়িয়ে তখন একা লড়ছেন পাক অধিনায়ক সরফরাজ। অন্য প্রান্ত থেকে ইমাদ ওয়াসিম (৪ রান) ফাহিম আশরাফ (১৫ রান) একে একে আউট হয়ে ফেরেন। তবে অষ্টম উইকেটে অপরাজিত ৭৫ রানের জুটি বেঁধে পাকিস্তানকে সেমিফাইনালে তুললেন সরফরাজ।
১৬২ রানের মাথায় ৭ উইকেট পড়ে যাওয়ার পরে ব্যাট করতে আসেন মহম্মদ আমির। সরফরাজকে সঙ্গ দিয়ে তিনি অনবদ্য ২৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ফলে ৩১ বল বাকী থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে।

Loading...
advertisement
সর্বশেষ সংবাদ
এ বিভাগের সর্বশেষ