কমবেশি সবাই আমরা ভাল মানের এবং ভাল কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করে থাকি। কিন্তু নকল মোবাইলের কারনে অনেক সময় সমস্যায় পরতে হয়। যা প্রতিনিয়ত ধোকা খাচ্ছি এবং বঞ্চিত হচ্ছি আসল মোবাইলের মজা থেকে। আপনার হাতের মোবাইল সেটটি আসল না নকল কিংবা কোথায় তৈরি হয়েছে, বিষয়টি জেনে নিন শুধু একটি কোড টাইপের মাধ্যমে। আপনার হ্যান্ডসেটে *#০৬# চাপুন সঙ্গে সঙ্গে ১৫ সংখ্যার একটি আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি নাম্বার আসবে। এখন সপ্তম এবং অষ্টম নাম্বারের দিকে খেয়াল করুন। যদি ৭তম এবং ৮তম ০২ বা ২০ হয় সে ক্ষেত্রে হ্যান্ডসেটটির কোয়ালিটি খুব খারাপ, ০৮ বা ৮০ হয়ে থাকে তবে হ্যান্ডসেটটির কোয়ালিটি হবে মানসম্মত, ০১ বা ১০ হলে খুব ভালো, ০০ হলে হ্যান্ডসেটটি প্রধান কারখানার তৈরি এবং ১৩ হলে সেটের কোয়ালিটি খুবই খারাপ এবং এটি আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে। নন-ব্র্যান্ডের বা চায়না ফোনের বা ক্লোন বা মাস্টার কপির IMEI দিলে কিছু আসবে না।
একটি ওয়েবসাইটের মাধ্যমে ২ মিনিটের মধ্যেই আপনি নিশ্চিত হতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি আসল কোম্পানীর তৈরী কিনা।
১ । প্রথমে মোবাইলের IMEI নাম্বার বের করুন, IMEI নাম্বার বের করতে *#06# চাপুন
২। এবার এই লিংক এ ক্লিক করে ওয়েবসাইট টিতে যান ।
৩। আপনার IMEI নাম্বার টাইপ করুন ।
৪। নিচের ক্যাপচা কোড ফিলাপ এর জন্য বক্সে ক্লিক করুন ,
৫। রাইট সাইন আসলে Check বাটনে ক্লিক করুন।
মোবাইলটি আসল কোম্পানী অথরাইজড হলে ওই মোবাইল সম্পর্কে তথ্য চলে আসবে , ক্লোন সেট গুলার কোন তথ্য সাইট দেখাতে পারে না।