আজকাল বাজারে চায়না ফোনের এত সমারহ যে ব্রান্ডের আসল মোবাইল ফোন আর নকল মোবাইল ফোন চিনতে দ্বিধার ভিতর পড়তে হয়। তাছাড়া সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময় মোবাইলটা যাচাই করা অবশ্যই প্রয়োজন। কিছু দিন আগে আমি এই সমসসার সম্মুখীন হয়েছিলাম। এজন্য চিন্তা করলাম বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি। আপনার মোবাইলের ব্রান্ড টি আসল নাকি নকল তা জানতে চাইলে নিচের দেওয়া লিঙ্কে এ ভিজিট করে দেখতে পারেন।
লাল দাগ দেয়া চিহ্নের ভিতর আপনার imie নাম্বার টি লিখুন, অতপর Check এ ক্লিক করুন।
আপনার মোবাইল যদি ব্রান্ডের হয় তাহলে আপনার মোবাইলের যাবতীয় বিবরন আপনি দেখতে পারবেন।
Loading...
advertisement