একের পর এক ভুয়ো খবর। যার জেরে অশান্তি থেকে দাঙ্গার মতো ঘটনা আকছার দেখা দিচ্ছে। এ সবের জেরেই নড়েচড়ে বসেছে ফেসবুক। সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছে, উস্কানিমূলক খবর ছড়ানো হয়েছে এমন কমপক্ষে ১০ লাখ অ্যাকাউন্টকে বন্ধ করা হয়েছে। ভুয়ো খবর ছড়াতে পারে এমন পেজগুলির উপরও কড়া নজর রাখা হচ্ছে। এর সঙ্গেই নয়া সংযোজন, সন্দেহজনক পেজগুলিকে সব ধরনের বিজ্ঞাপনের সুযোগ থেকে বঞ্চিত করছে মার্ক জুকেরবার্গের সংস্থা। অর্থাৎ, ভুয়ো খবর পরিবেশন করে এমন পেজে কোনও বিজ্ঞাপন দেখা যাবে না। স্নপস্ ও AP-র সাহায্যে ভুয়ো খবর পরিবেশন করা পেজগুলিকে চিহ্নিত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে ফেসবুক। সংস্থার প্রোডাক্ট ডিরেক্টর সম্প্রতি এই তথ্য জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন ভুয়ো খবর ছড়ানোয় গত বছর থেকেই উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন মহল। এমনকী এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারি তরফেও অনুরোধ করা হয় ফেসবুককে। এবার সেই ডাকে সাড়া দিয়েই ব্যবস্থা নেওয়া শুরু করেছে মার্ক জুকেরবার্গের সংস্থা।