বাজারে ঝড় তুলতে আসছে নোকিয়া। মঙ্গলবারই সম্ভবত ভারতে লঞ্চ হতে চলেছে নোকিয়া ২। আশা করা হচ্ছে নোকিয়া ৩-এর চেয়েও কম দাম হবে এই ফোনের। প্রসঙ্গত, নোকিয়া ৩-এর মূল্য ৮৮০০ টাকা। সুতরাং তার চেয়েও কম দাম মানে, রীতিমতো সস্তায় মিলবে দুরন্ত ফিচারের এই ফোনটি। বাজারে নোকিয়ার ব্র্যান্ড ভ্যালু মানুষের কাছে আরও বাড়াতে এই ফোন অনেক সাহায্য করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে জানা যাচ্ছে, এইচএমডি গ্লোবাল গুরুগ্রামে মঙ্গলবারে একটি সাংবাদিক সম্মেলন হওয়ার কথা। সেই সম্মেলনেই নোকিয়া ২-এর লঞ্চ করা হতে পারে বলে জানা যাচ্ছে।
কী কী ফিচার থাকছে? ওই প্রতিবদনের দাবি অনুযায়ী নোকিয়ার এই নতুন ফোনে থাকছে—
৫ ইঞ্চি স্ক্রিন, এইচডি (৭২০x১২৮০ পিক্সেল) রেজোলিউশন ডিসপ্লে।
১ জিবি র্যাম।
৮ জিবি ইনবিল্ট স্টোরেজ।
ফ্রন্ট ক্য়ামেরা ৫ মেগাপিক্সেল ও ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেল।