বার হিজাব ব্যান করে অনন্য নজির স্থাপন করল মুসলিমপ্রধান দেশ তাজিকিস্তান। দেশটিতে মুসলিম মহিলাদের আর হিজাব পরতে হবে না। এই নির্দেশিকার স্বপক্ষে আইনসভায় বিলও এনেছে তাকিজিস্তান। ইসলামিক পোশাকের নিন্দাও করা হয় তাজিকিস্তানে। যে দেশে ৯৮ শতাংশ মুসলিম, সেই দেশের সরকারের এহেন নিন্দা বেশ তাত্পর্যপূর্ণ। সরকারের বক্তব্য, মুসলিমপ্রধান দেশ হলেও তাজিকিস্তান ধর্মনিরপেক্ষ। তবে হিজাব নিষিদ্ধ হলেও, মহিলাদের তাজিকিস্তানের ট্র্যাডিশনাল পোশাক পরা আবিশ্যিক বলেও জানিয়ে দিয়েছে সরকার।
Loading...
advertisement