‘চোকার’ শব্দটি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাথে যেনো অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গেছে। এই অপবাদ ঘোচাতেই পারছে না প্রোটিয়ারা। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দুর্দান্ত পারফর্ম করেন কিন্তু আইসিসির বড় ইভেন্টেই গিয়েই ভেঙে পড়েন ডি ভিলিয়ার্সরা। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির অস্টম আসরেও সেই একই রুপে পাওয়া গেল মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। চাপের মুখে ভেঙে পড়াটা যেন প্রোটিয়াদের মজ্জাগত স্বভাব।
গত ১১ জুন ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের সমীকরণ ছিল, জিতলে সেমিফাইনাল আর হারলে বিদায়। এমন ম্যাচে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে হাশিম আমলা আর কুইন্টন ডি কক মিলে তুলে ফেলেন ৭৬ রান। এমন শুরুর পরও তাঁদের কি-না অলআউট হতে হয়েছে ১৯১ রানে। এই রান টপকাতে ভারতের কোনো সমস্যাই হয়নি। তাঁরা ৩৮ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই ম্যাচটি জিতে নিয়েছে।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ডি ভিলিয়ার্সদের এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারেননি। চলতি আসরে তাই দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি। ভারতের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মহারাজ বলেন, সেমিফাইনালে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক ভালো খেলবে বাংলাদেশ।’
তবে সেমিফাইনালে ভারতই জিতবে বলে মনে করেন সৌরভ গাঙ্গুলী। তার বিশ্বাস প্রোটিয়াদের চেয়েও অনেক ভালো লড়াই করবে মাশরাফির দল। প্রিন্স অব কলকাতা বলেন, ‘অবশ্যই সেমিফাইনালে ওঠাটা বাংলাদেশের জন্য বিরাট অর্জন। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক ভালো খেলবে বাংলাদেশ।’
এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়েও কথা বলেন সৌরভ। তিনি বলেন, ‘ভারত ফাইনালে উঠবে তবে ফাইনালের লড়াইয়ে ইংল্যান্ডই এগিয়ে। দলটা অবিশ্বাস্য রকমের ভালো খেলছে। তাদের ব্যাটসম্যানরা দুর্দান্ত ফর্মে আছে।’