আফগানিস্তানের বিপক্ষে দলে ছিলেন না আল আমিন। অন্যদিকে দলে থাকলেও একাদশে রাখা হয়নি নাসিরকে। কেবল ফিল্ডিং করেই সেরেছেন আফগান সিরিজ। তবে এবার কপাল খুলতে যাচ্ছে নাসির-আল আমিনের! ইংল্যান্ডের বিপক্ষে দল গঠনে চমক কম নয়।
রুবেল হোসেনকে রাখা হয়নি দলে। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রুবেল ৪ উইকেট নিয়ে দল জিতিয়েছেন। বাংলাদেশ হেরে যাওয়ার শঙ্কায় ছিলো তখন। সম্প্রতি রুবেলের পারফর্ম তেমন ভালো নয়।
তাই ঘরের মাঠে বসতে যাওয়া ইংল্যান্ড সিরিজে কেবল দর্শক হয়ে থাকবেন তিনি। জাতীয় লিগ থেকে ডাক দেয়া হয়েছে আল আমিনকে। নাসিরকে রাখা হয়েছে দলে। তবে ধারনা পাওয়া যায় এবার কপাল খুলতে যাচ্ছে তাদের। ইংল্যান্ডের বিপক্ষে হয়তো মাঠে নামার সুযোগ পাচ্ছেন তারা দুইজনেই। ইংল্যান্ডের বিপক্ষে পেস আক্রমণ ও গুগলি আক্রমণের কথা চিন্তা করে তাদের দলে নেয়া হয়েছে।
রোববার বিকেলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন সদস্যের নির্বাচক কমিটি। ১৪ সদস্যের বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোশাররফ হোসেন রুবেল, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।