আগামী ডিসেম্বর মাসে আরব আমিরাতে আবারো বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ শুরু হবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি চেয়ারম্যান শাহরিয়ার খান। তবে ফরম্যাট এখনো চূড়ান্ত হয়নি । হতে পারে টেস্টের সাথে ওয়ানডে সিরিজ অথবা ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ।
শিবসেনা ইস্যুতে ভারত-পাকিস্তানের ক্রিকেট দূরত্ব যখন ক্রমবর্ধমান, ঠিক তখনই জমে উঠেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের রসায়ন। যার খানিকটা নাজমুল হাসান জানান এসিসি সভা থেকে ফিরে, তবে আসল রহস্য উন্মোচন করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান আরো জানিয়েছেন, ডিসেম্বরে দুবাইয়ে পাকিস্তানের হোম সিরিজে প্রতিপক্ষ বাংলাদেশ। এমনকি ভারত সম্মত হলে হতে পারে ত্রিদেশীয় টুর্নামেন্ট। ভারত সবুজ সংকেতে বদলে যাবে ফরম্যাট।বিকল্প নানা প্রস্তাবের যেটিই আলোর মুখ দেখুক বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততায় যোগ হচ্ছে নতুন অভিজ্ঞতা, তা প্রায় নিশ্চিত।