ইনজুরির কারনেই খেলা থেকে এক প্রকারের বিচ্ছিন্নই হয়ে আছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ঘরের মাঠে পরপর দুইটা সিরিযে তাকে দেখা গেলো না। তবে আগামী নিউজিল্যান্ড সিরিজে তাকে দেখা যাবে এমনটাই আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘ ২ বছর পর বিদেশের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আর এই সিরিজে ভালো করতে হলে মুস্তাফিজের বিকল্প নেই। আর ঠিক এই সময়ে মুস্তাফিজের ফিজিও জানালেন ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজেই মাঠে ফিরতে পারেন বাংলাদেশ দলের সেরা পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
ক্রাইস্টচার্চে বক্সিং ডে ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ডিসেম্বরের এ সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট খেলবে।
উল্লেখ্য,নিউজিল্যান্ড সফরে ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। তিনটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে যথাক্রমে ২০১৭ সালের ৩, ৬ ও ৮ জানুয়ারি। প্রথম টেস্ট ওয়েলিংটনে শুরু হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ ২০ জানুয়ারি থেকে।