ঢকার হোটেল ওয়েস্টিনে শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসরের লোগো। আর এবারের বিপিএলের টাইটেল স্পন্সর হয়েছে বিআরবি কেবলস।
বিপিএলের তৃতীয় আসরের নাম হবে "বিআরবি বিপিএল টি-টুয়েন্টি"।
লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক জালাল ইউনুস, বিআরবি কেবলসের পরিচালক মেজবাহুর রহমান ও বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মাত্রা-আরডেন্ট-এর সানাউল আরেফিন।
বিপিএলের এবারের আসরের টাইটেল স্পন্সর হওয়ায় বিআরবিকে ধন্যবাদ জানান জালাল ইউনুস। সেই সঙ্গে তিনি প্রত্যাশা করেন, এই আসরটি যেন সফলভাবে শেষ হয়।
এদিকে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে টাইটেল স্পন্সর ছিল ডেসটিনি লিমিটেড ও বৈশাখী টিভি। আর ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে টাইটেল স্পন্সর ছিল প্রাইম ব্যাংক লিমিটেড।
আপডেট ০১ নভেম্বর ২০১৫ ১২:১১:০৬ পিএম
Loading...
advertisement