র্যানসমওয়্যার হল এক ধরনের ম্যালওয়্যার যেটি কিনা একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা সীমাবদ্ধ করে দেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ দাবি করে।
কিছু র্যানসমওয়্যার আছে যা সিস্টেমের হার্ড ড্রাইভে অবস্থিত সকল ফাইল একটি বড় কী দিয়ে এনক্রিপ্ট করে ফেলে। এনক্রিপশন কী এতটাই বড় হয় যে মুক্তিপণ না দিয়ে একে ভেঙে ফেলা প্রযুক্তিগত দিক থেকে প্রায় অসম্ভব। এছাড়াও কেউ কেউ সরল একটি প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীর সিস্টেম লক করে দেয় এবং ডিসপ্লেতে বার্তার মাধ্যমে ব্যবহারকারীকে মুক্তিপণ দিতে প্রলুব্ধ করে থাকে।
গত সপ্তাহে সারা বিশ্বে হ্যাকারদের এটাকে হাজার হাজার পার্সোনাল পিসি আক্রান্ত হয় এই মারাত্মক ভাইরাসে, এই ভাইরাসের কারণে ব্যহত হচ্ছে অনেক স্কুল কলেজ ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন কাজ। এরই মধ্যে বিভিন্ন এন্টিভাইরাস কোম্পানি বের করেছে নানা রকম এন্টি ম্যালওয়ার টুল। আজ আপনাদের সাথে শেয়ার কবো এরকম ফ্রীওয়্যার একটি টুল। টুলটির নাম বিটডিফেন্ডার এন্টিম্যালওয়্যার টুল। টুলটি ডাউনলোড করে অবশ্যই রান হোয়েন উন্ডোজ স্টার্ট অপশনটি চালু করে নিন। ব্যাস আপনি র্যানসমওয়্যার এর ঝুকি থেকে মুক্ত। ডাউনলোড করে নিন এখান থেকে...