উবেরে যত খুশি চড়ুন, শুধু ভারতে নয়, বিশ্বের যে কোনও জায়গায়, এক পয়সাও লাগবে না। সফটওয়্যার হ্যাক করে এমনই সুবিধা নিতে চেয়েছিলেন কয়েকজন। সেই বাগ চিহ্নিত করে উবের কর্তৃপক্ষকে স্বস্তি দিলেন এক ভারতীয়। আর জিতে নিলেন ৩ লক্ষ টাকা। বেঙ্গালুরুর ওই হ্যাকারের নাম আনন্দ প্রকাশ।
বাগ কী?
বাগ হল কম্পিউটার প্রোগামের কোনও ক্রটি, যার জন্য সংশ্লিষ্ট সফটওয়্যার অন্য আচরণ করে।
উবেরের ক্ষেত্রে কী সমস্যা করছিল বাগ?
এক উবের ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টের মাধ্যমে আজীবন বিনামূল্যে সফরের সুযোগ পেতে পারে, হ্যাকাররা সেই ব্যবস্থাই করেছিল।
কীভাবে তা সম্ভব হত?
উবেরের পরিষেবা নিলে নগদ বা অনলাইনে ডেবিড-ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিতে হয়। হ্যাকরা একটি বাগ তৈরি করে।
আনন্দ প্রকাশ সেই বাগ টিই চিহ্নিত করে উবের কর্তৃপক্ষকে ইমেইল করেন। তাতেই সতর্ক হয়ে সেখানকার সফটওয়্যার বিশেষজ্ঞরা তা নিষ্ক্রিয় করে দেন। পুরস্কারস্বরূপ তাঁকে ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৪ হাজার টাকা দেয় উবের। তাঁকে ধন্যবাদ জানায়।
উবেরের অনুমতি নিয়ে আনন্দ নিজের ব্লগে ওই বাগ এর বিশদ তথ্য প্রকাশ করেছেন। একটি ভিডিও আপলোড করেছেন, দেখুন:
উবের ছাড়াও, ফেসবুক, ট্যুইটারে বাগ ধরেও পুরস্কৃত হয়েছেন আনন্দ।