শিশুকে কামড়ানোর দায়ে কুকুরকে ফাঁসি দেওয়া হল। অবাক হচ্ছেন! অবাক হওয়ার কিছু নেই। পাকিস্তানে সবই সম্ভব। সেদেশে হয় না এমন কিছু নেই। জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অ্যাসিসট্যান্ট কমিশনার রাজা সালিম কুকুরকে ফাঁসিতে লটকানোর আদেশ শুনিয়েছেন। তাঁর যুক্তি, কুকুরটি শিশুদের জখম করেছে। সুতরাং সেটিকে মেরে দেওয়া উচিত। কুকুরটির মালিক অতিরিক্ত ডেপুটি কমিশনারের কাছে ফাঁসির সাজা রদের আর্জি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, শিশুটির পরিবার থানায় অভিযোগ জানিয়েছিল। তার ভিত্তিতে সেটিকে এক সপ্তাহ লক আপে রাখা হয়েছিল। এরপরেও তাঁর কুকুরকে শাস্তি দেওয়াটা ঠিক হবে না।
Loading...
advertisement