দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপকে সামরিকীকরণ অব্যাহত রেখেছে বেইজিং এবং ডুবুরি-সেনা বিধ্বংসী কামান মোতায়েন করেছে। বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে ভিয়েতনামের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে সম্মত হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই এ পদক্ষেপ নিলো চীন। চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র ডিফেন্স টাইমস জানিয়েছে, স্পার্টলি দ্বীপপুঞ্জের ফায়ারি ক্রস রিফে নোরিনকো সিএস-এআর-১ ৫৫এমএম রকেট লাঞ্চার বসানো হয়েছে। এ কামান দিয়ে শত্রুর ডুবুরি-সেনাদের চিহ্নিত ও তাদের ধ্বংস করা যায়। কমান্ডো বাহিনী ডুবুরি-সেনা ব্যবহার করে থাকে। এ সব সেনা ক্ষুদ্রাকৃতির যান ব্যবহার করে এবং এদের শনাক্ত করতে হিমসিম খেতে হয়।
দক্ষিণ চীন সাগরে মাছ ধরার বিশেষ ধরণের জাল পাততে ডুবুরি-সেনা ২০১৪ সাল থেকে ব্যবহার করছে ভিয়েতনাম। এ ছাড়া, তেল অনুসন্ধানে নিয়োজিত চীনা রিগের তৎপরতায় বাধা দিতে ২০১৪ সালে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল ভিয়েতনামের ডুবুরি-সেনারা। চীন ফায়ারি ক্রস রিফকে নিয়ন্ত্রণ করলেও এর ওপর আধিপত্য দাবি করছে ফিলিপাইন, তাইওয়ান এবং ভিয়েতনাম।
খবর - পার্সটুডে বাংলা