ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে টাইগারদের খেলা শেষ প্রস্তুতি ম্যাচেও বড় জয়ের দেখা পেল মাশরাফি-সাকিবরা। আয়ারল্যান্ড উলভসকে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিল সফরকারী বাংলাদেশ। বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট মাঠে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে সাব্বিরের অনবদ্য ৮৬ বলের ১০০ রান, তামিম ইকবালের ৭৫ বলের গুরুতবপূর্ণ ৮৭ রান এবং শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ (৪৯) ও মুশফিকের (৪১) টর্নেডো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে প্রতিপক্ষকে ৩৯৫ রানের পাহাড়সম বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় সফরকারী বাংলাদেশ। এছাড়া সফরকারীদের পক্ষে সাকিব আল হাসান ৪৪ ও মোসাদ্দেক হোসেন ৩১ রান করেন। জবাবে শুরুটা দারুণ করেন দুই আইরিশ ব্যাটসম্যান টেক্টর ও শেনন। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন মূল্যবান ৫১ রান। তবে এ জুটিকে বিপদের কারণ হতে দেননি রুবেল হোসেন। ভয়াবহতার রুপ নেওয়ার আগেই আক্রমণে এসে ব্যক্তিগত প্রথম ওভারে নিংসের একাদশতম ওভারে শেনন কে আউট করে দলকে ব্রেক থ্রু এনে দেন জাতীয় দলের ডানহাতি পেসার রুবেল। এর পরবর্তী ওভারে এন্ডারসনকে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশের প্রাধান্য বিস্তার করতে সাহায্য করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
বিসিবি একাদশঃ ৩৯৪/৭, ৫০ ওভার
তামিম ৮৬, সৌম্য ১৭, সাব্বির ১০০, সাকিব ৪৪, মোসাদ্দেক ৩১, মুশফিক ৪১, মাহমুদউল্লাহ ৪৯, মাশরাফি ৮*, মিরাজ ০*; ইয়ং ১/৮২, স্মিথ ০/৪৮, কেন ০/৬৯, ম্যাকব্রাইন ২/৬৯, লিটল ০/৫৮, শেন গেটক্যাট ৩/৬০
আয়ারল্যান্ড উলভসঃ ১৯৫/১০, ৪১.২ ওভার
টেকটর ৬০, শেনন ৩১, ডেনিসন ২৪; মুস্তাফিজ ১৭/২, মাশরাফি ৩১/২, সাকিব ৩২/২, রুবেল ৩৫/২, সৌম্য ১৩/১, শুভাশিষ ৬১/১