উপকরণ
- ময়দা -২কাপ
- লবন – ১/২ চা চামচের বেশি
- চিনি – ২ চা চামচ
- তেল – ১ চা চামচ
- বাটার – ২ টেবিল চামচ
- ইস্ট – ১ চা চামচ + ১ চিমটি
- টক দই – ১/৩ কাপ (প্রানেরটা দিয়েছি )
প্রনালি
- ১/৪ হালকা কুসুম গরম পানিতে ইস্ট ও চিনি দিয়ে ৫ মিনিট চুলার পাশে রেখে দিন ।
- বাকি উপকরনগুলো এক সাথে মিক্স করে নিন ।
- ইস্ট গুলানো পানি অল্প অল্প করে ঢেলে সফট ডো তৈরি করে নিন ।
- চুলার পাশে অল্প আঁচে ঢেকে রাখুন ১ ঘন্টা ।
- ১ ঘণ্টা পর আবার ডো মাখিয়ে ছোট ছোট বল তৈরি করুন ।
- এবার গোল করে বেলে মাঝখানে সামান্য বাটার দিয়ে পরোটার মতো আবার ভাল করে রুটি বেলুন ।
- এতে রুটিটা ভাল ফুলবে এবং সফট হবে ।
- রুটির থেকে মোটা করে বেলতে হবে ।
- এবার ফ্রাই প্যানে মাঝারি আচে রুটি দিয়ে ঢেকে দিন । এক পিঠ ফুলে উঠলে আরেক পিঠ উল্টে দিন ।
টিপস
- রুটি চেপে চেপে সেঁকবেন না । তাহলে ক্রিস্পি হয়ে যাবে ।
- চাইলে পরোটার মতো দুইবার ভাজ করে মানে দুইবার করে বাটার ব্রাশ করে রুটি বানাতে পারেন । তাহলে রুটি আরো সফট হবে ।
- চেস্টা করবেন ২ বারে রুটি সেঁকে তুলে ফেলার জন্য ।
- মাঝারি আঁচে রুটি সেঁকবেন ।
- বাটার দিতে না চাইলে ১ চা চামচ তেল এড করবেন ডো তৈরি করার সময় ।
Loading...
advertisement