পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার আপাতদৃষ্টিতে কোনও ব্যাখ্যা পাওয়া যায় না। তবে তা ঘটে। মানুষের শরীরেও অনেক কিছু এমন ঘটে মেডিক্যাল সায়েন্সেও অনেক সময় যার ব্যাখ্যা মেলা দুষ্কর হয়। তবুও তা অবশ্যই ঘটে থাকে। ঠিক তেমনটাই ঘটেছে কেরেলার তিরুবনন্তপুরমের বাসিন্দা এক যুবকের সঙ্গে। জানা গিয়েছে, তাঁর বয়স যখন মাত্র ১২ ছিল তখন ছুঁচ ঢুকে গিয়েছিল শরীরে। গত সপ্তাহে দীর্ঘ ২২ বছর পর তা বের করা হল তাঁর দেহ থেকে। এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে চিকিৎসক মহলে। জানা গিয়েছে, ২ সপ্তাহ আগে রোগীর নিতম্ভে অসম্ভব ব্যথা শুরু হয়। তখনই চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এরপর শারীরিক পরীক্ষার পরই গোটা ঘটনা সামনে আসে। চিকিৎসকেরা এক্সরে-তে দেখতে পান রোগীর শরীরে ছুঁচ বিঁধে রয়েছে। এরপরই শল্যচিকিৎসার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। রবিবার ২ ঘণ্টার দীর্ঘ অপারেশনের পরে ছুঁচটি রোগীর দেহ থেকে বের করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তবে কীভাবে ছুঁচটি রোগীর দেহের ভিতরে ঢুকে গেল, এতদিন কোনও সমস্যা ছাড়াই কীভাবে তিনি সুস্থ জীবনযাপন করলেন তা নিয়ে এখনও ধন্দে চিকিৎসকেরা। তবে শেষপর্যন্ত ছুঁচ বের করতে পারায় খুশি, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা।