হঠাৎ করেই দেশের ক্রিকেটে অন্ধকার নেমে এসেছে! যেখানে সাফল্যের হাওয়ায় উড়ছিল টাইগাররা, সেখানেই দুঃসংবাদ! মনে হচ্ছিল ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার পর সাফল্য আসবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু অজিরা যে নিরাপত্তা জুজুতে আসতেই চাইছে না! ঠিক এমন সময়ে সুসংবাদ!
আনুষ্ঠানিকভাবে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দল চূড়ান্ত করল আইসিসি। আর সেখানে আছে টাইগাররা।
আয়োজক ইংল্যান্ডসহ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ৩০ সেপ্টেম্বরে মধ্যে যারা শীর্ষে তারাই আছে এই তালিকায়।
অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান খেলবে এই টুর্নামেন্টে। বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ।
র্যাঙ্কিংয়ের বাংলাদেশ আছে ৭ নম্বরে। তাইতো ১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেল টাইগাররা।
এইতেআ ২০১৭ সালের ১ থেকে ১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এটি টুর্নামেন্টের অষ্টম আসর।