ত্রিদেশীয় সিরিজের ৪র্থ ম্যাচে ডাবলিনে আজ মুখোমুখি হয় বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ড। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। প্রথম ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভার খেলে ১০ সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮১ রান করতে সক্ষম হয় আয়ারল্যান্ড দল। আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন এড জয়েস। এছাড়া নায়াল ওব্রাইন করেন ৩০ রান। বাংলাদেশ দলের হয়ে ৯ ওভারে ২৩রান দিয়ে ৪টি উইকেট দখল করেন মুস্তাফিজ। মাশরাফি, সাঞ্জামুল ২টি করে উইকেট তুলে নেন। সাকিব ও মোসাদ্দেক ১টি করে আইরিশ উইকেটের পতন ঘটাতে সক্ষম হন। জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ১৮২।
ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনাররা ভালোই শুরু করেন। তামিম ও সৌম্য ১ম উইকেটের জুটিতে ৯৫ রানের জুটি গড়ে। ব্যাক্তিগত ৪৭ রানে তামিম আউট হলেও ৮৭ রানে অপারাজিত থাকেন সৌম্য। ২৮তম ওভারে ২উইকেট হারিয়ে জয় তুলে নেন বাংলাদেশ।