সৌদি আরবের বিমান বাহিনী সীমান্তবর্তী জিযান প্রদেশে বোমা ফেলে নিজেদের অন্তত ১০ সেনাকে হত্যা করেছে। ইয়েমেনের সেনাবাহিনীর অবস্থানস্থল ভেবে সৌদি সেনারা ভুলক্রমে সেখানে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইয়েমেনের সেনা সূত্র জানিয়েছে, জিযানের আল-খুবে এলাকার আল-মালহামা ঘাঁটিতে জঙ্গি বিমানের সাহায্যে হামলা চালানো হয়েছে। এ সময় আরও অন্তত ১৫ সৌদি সেনা আহত হয়। এছাড়া আজ সাদা প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত দুই ইয়েমেনি কৃষক আহত হয়েছে।
এর আগে ২০১৫ সালের অক্টোবরেও সৌদিপন্থি সেনাদের ওপর বোমা বর্ষণ করেছিল ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট। ওই ঘটনায় অন্তত ২০ সেনা নিহত হয়।
সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সৌদি আরব ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন শুরু করে। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। দেশটি ইয়েমেনে নিষিদ্ধ ঘোষিত গুচ্ছ বোমাও ব্যবহার করেছে বলে জাতিসংঘ ঘোষণা করেছে।