মার্কিন নাগরিকদের উত্তর কোরিয়া সফরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে। দেশটিতে আমেরিকান নাগরিকদের গ্রেফতার ও দীর্ঘদিন বন্দি থাকার ঝুঁকির কারণে মার্কিন কতৃপক্ষ এ ঘোষণা দিল। খবর সিনহুয়ার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া সফরে আগ্রহী মার্কিন নাগরিকদের বিশেষ পাসপোর্ট নিতে হবে। এক্ষেত্রে অতি প্রয়োজন ছাড়া কেউ পাসপোর্ট পাবে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন এই ভ্রমণবিধি কার্যকর হবে।
Loading...
advertisement