সব জল্পনা কল্পনা ছাপিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট টিম। স্বস্তির বাতাস ক্রিকেট প্রেমীদের। ফুরফুরে মেজাজে আছে ক্রিকেটাররাও। আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে ৩টি ওয়ানডে দুটি প্রস্তুতি ম্যাচের সাথে একটি ১দিনের ও ২টি ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। দুই নভেম্বর বাংলাদেশ ছাড়বে ইংল্যান্ড।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচী [সিডিউল, ফিকচার]
- ৩০ সেপ্টেম্বর - ঢাকায় পৌঁছাবে ইংল্যান্ড।
- ০৪ অক্টোবর - ওয়ানডে প্রস্তুতি ম্যাচ (ডে ম্যাচ), ফতুল্লায়
- ০৭ অক্টোবর (দুপুর ১টা) - ১ম ওয়ানডে (ডে/নাইট), শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
- ০৯ অক্টোবর (দুপুর ১টা) - ২য় ওয়ানডে (ডে/নাইট), শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
- ১২ অক্টোবর (দুপুর ১টা) - ৩য় ওয়ানডে (ডে/নাইট)। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম।
- ১৪-১৭ অক্টোবর - দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ। এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।
- ২০-২৪ অক্টোবর (সকাল ৯:৩০) - প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম।
- ২৮ অক্টোবর-০১ নভেম্বর (সকাল ৯:৩০) - দ্বিতীয় টেস্ট, শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
- ০২ নভেম্বর - ঢাকা ত্যাগ।
bangladesh vs england scedule, time table, bangladedh vs england 2016 update, streaming,live
আপডেট 02 October 2016 03:10:12 AM
Loading...
advertisement