আরো দুই থেকে তিন বছর রিয়াল মাদ্রিদেই থাকছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এমন নিশ্চয়তা দিয়েছেন খোদ ক্লাবটির কোচ জিনেদিন জিদান। এর ফলে বার্নাব্যু সুপারস্টারের ক্লাব ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাবার গুজব কিছুটা হলেও বন্ধ হবে বলেই সংশ্লিষ্ঠদের মত। সান্তা ক্লারায় ইউনাইটেডের বিপক্ষে রিয়ালের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচকে সামনে রেখে লস এ্যাঞ্জেলসে জিদান ৩২ বছর বয়সী এই পর্তুগীজ সম্পর্কে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন। যদিও রোনাল্ডো বর্তমানে ছুটিতে আছেন। জিদান বলেন, ‘ক্রিস্টিয়ানোকে নিয়ে চারিদিকে অনেক কথা হচ্ছে। তাদের সবাই বলছে রোনাল্ডো যেতে চায়। কিন্তু শুধুমাত্র আমি একটি বিষয় বিশ্বাস করি, যখনই আমি তার সাথে কথা বলেছি তখনই আমি তাকে বেশ স্বস্তিতে দেখেছি। ছুটি শেষে আগামী ৫ আগস্ট সে দলে যোগ দিবে। আমিও সব কথাই শুনেছি, কিন্তু সে সমস্ত বিষয় আমি মোটেই আমলে নিচ্ছিনা, আমার শুধুমাত্র একটাই চিন্তা রিয়াল মাদ্রিদের হয়ে সে কি করে বা করবে। আমি বিশ্বাস করি আগামী ২ থেকে ৩ বছর রোনাল্ডো আমাদের সাথেই থাকবে।
যুক্তরাষ্ট্র সফরে রিয়াল আগামী বুধবার লস এ্যাঞ্জেলসে ম্যানচেস্টার সিটি ও শনিবার মিয়ামিতে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে। লা লিগা শিরোপার পাশাপাশি টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নস লীগের শিরোপা ঘরে তোলার পরে রিয়ালকে নিয়ে দারুন আত্মবিশ্বাসী জিদান। শিরোপা ধরে রাখার মিশনে এবারও তার দল সফল হবে বলেই জিদান বিশ্বাস করেন। এ সম্পর্কে তিনি বলেছেন, আমরা জানি কি অসাধারণ অর্জণ আমরা করেছি। শিরোপাগুলো ধরে রাখার জন্য সম্ভাব্য সব প্রস্তুতিই আমরা নেবার চেষ্টা করবো। এর কোন ব্যতিক্রম হবে না। এই ক্লাবের একটি সমৃদ্ধ ইতিহাস আছে। আমরা জানি কিভাবে শিরোপা জিততে হয়। আশা করছি ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।