বছর তিনেকের যমজ সন্তানকে কয়েক মিনিটের জন্য বাড়িতে একা ছাড়ার এত ভয়ঙ্কর পরিণতি হবে তা কল্পনাতেও হয়তো ভাবতে পারেননি মা। বাড়ির ওয়াশিংমেশিন জলে ভর্তি ছিল। কোনও মতে যমজ দুই শিশু ওই ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে যায়, এবং জলে ডুবে তাদের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে, দিল্লির রোহিনী এলাকায়। পুলিশ-সুত্রের খবর, মা কাপড় কাচতে গিয়ে দেখেন গুঁড়ো সাবান নেই। ওয়াশিং মেশিনের সামনেই খেলছিল দুই ভাই নিশান্ত ও নক্ষ্য। মা তাদেরকে সেখানে রেখেই বাড়ির বাইরে সাবান আনতে যান। মিনিট ছয়েক বাদে বাড়ি ফিরে তিনি দেখেন দুই ছেলে উধাও।
প্রায় ২০ মিনিট পর পুলিশকে ফোন করা হয়। তদন্তকারী আধিকারিকদের কথায়, খবর পেয়ে বাবা রবীন্দর তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসেন। তাদের খোঁজ শুরু করেন। বেশ খানিক পরে ওয়াশিং মেশিনে ১২-১৫ লিটার জলের ভিতর থেকে দুই ছেলের দেহ উদ্ধার করেন তিনি। উদ্ধার করে নিশান্ত ও নক্ষ্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ডাক্তারের কথা বিশ্বাস না হওয়ায় জয়পুর গোল্ডেন হাসপাতালে দুই ছেলেকে নিয়ে যান রবীন্দর। সেখানেও তাদের মৃত বলে ঘোষণা করা হয়। দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে পাঠানো হয়েছে।