সৌদি নেতৃত্বাধীন জোটের একটি যুদ্ধজাহাজে হামলা করেছে ইয়েমেনে নৌবাহিনী। ইয়েমেনের উপকূলে অবস্থিত তা’য়েজ প্রদেশের বন্দর নগরী মুখার কাছে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের চলমান আগ্রাসনের জবাবে হামলা চালানো হয়। আরবি ভাষী চ্যানেল আল-মাশিরাহকে ইয়েমেনের একটি সামরিক সূত্র এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, উপযুক্ত অস্ত্র দিয়েই যুদ্ধজাহাজটির বিরুদ্ধে হামলা করা হয়। হামলা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। অবশ্য সূত্রটি আরো বলেছে, ইয়েমেনি পানিসীমায় ঢুকে বৈরী তৎপরতা চালানোর সময় এ হামলা চালানো হয়েছে। সৌদি আরবের আগ্রাসন শুরুর পর এ নিয়ে ১১তম যুদ্ধজাহাজের বিরুদ্ধে হামলা করলো ইয়েমেনের বাহিনী এবং জনপ্রিয় কমিটির যোদ্ধারা। চলতি মাসের ১৪ তারিখে মুখার কাছে সংযুক্ত আরব আমিরাতের একটি যুদ্ধজাহাজে হামলা করেছিল ইয়েমেনের নৌবাহিনী।