মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি হাসপাতালে এক গুলিবর্ষণের ঘটনায় অন্তত দু’জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ বলেছে, নগরীর ব্রোনস্ক এলাকায় অবস্থিত হাসপাতালটিতে শুক্রবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসকের পোশাক পরিহিত এক ব্যক্তি হঠাৎ করে হাসপাতালের ভেতরে থাকা লোকজনকে গুলি করতে শুরু করে। বেশ কয়েকজনকে গুলি করার পর হামলাকারী ব্যক্তি আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। তার গুলিতে একজন চিকিৎসক নিহত এবং অপর তিন চিকিৎসকসহ ছয়জন আহত হয় যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
পরে নিউ ইয়র্ক পুলিশ জানায়, ৩৫ বছর বয়সি হামলাকারী ড. হেনরি বেল্লো এই হাসপাতালেরই একজন চিকিৎসক ছিলেন এবং ২০১৫ সালে নিজের পদে ইস্তফা দিতে বাধ্য হন। নিউ ইয়র্কের মেয়র জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল না বরং কর্মক্ষেত্রে শত্রুতার জের ধরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। নগরীর পুলিশ প্রধান বলেন, হাসপাতালের ১৬তম তলায় গুলিবর্ষণের ঘটনা শুরু হয় এবং হতাহতরা সবাই ১৬ ও ১৭ তলায় কর্মরত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে হাসপাতালে গুলিবর্ষণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।