নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিক্যাসনের নেতৃত্বে বাংলাদেশের স্থানীয় নিরাপত্তা এজেন্সি, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার হাই কমিশন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রি আসাদুজ্জামান খানের সাথে দেখা করবে দলটি।
রেগ ডিক্যাসনের সাথে থাকছেন পেশাদার ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড ল্যাথারডেল ও ইসিবির ক্রিকেট পরিচালনা পরিচালক জন কার।
নিরাপত্তা পরিদর্শক দলটি ঢাকা ও চিট্টাগংয়ের দুই ভেন্যু পরিদর্শন করবে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এই বিষয়ে বলেন,
‘ভারত হয়ে বাংলাদেশে আসছে প্রতিনিধিদল। তারা কেবল নিরাপত্তাব্যবস্থাই দেখবে নয়। ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুও পর্যবেক্ষণ করবে। আমাদের আশা পজিটিভ কিছুই হবে।’
উল্লেখ্য যে, আগামী অক্টোবরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা কুক-রুট বাহিনীর।
কিন্তু ঢাকায় সন্ত্রাসী হামলায় ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা দেখা দেয়। এখন বাংলাদেশে ইংলিশদের সফরের ব্যাপারে সিদ্ধান্ত অনেকটাই নিরাপত্তা প্রতিনিধির রিপোর্টের উপর নির্ভর করছে।